রাঙ্গুনিয়ায় হাওয়া দেওয়ার মেশিন বি’স্ফোরণ, ৩ শ্রমিক আহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৬ মে, ২০২৪ at ১০:০৩ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেকনগর এলাকার একটি দোকানে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- ড্রাইভার মো. মিজান (৩০), ইটভাটা শ্রমিক মো. রিয়াজ (৩৫) ও মো. সোনামিয়া (৩৫)।

তাদেকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিস্ফোরণে দুটি মোটরসাইকেল নষ্ট হয়ে যায়। পাশের একটি চায়ের দোকানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

জানা যায়, ওই এলাকার রহমান মিস্ত্রির গ্যারেজের রাফিয়া ও রোহান টায়ার হাউজ নামের একটি দোকানে এই ঘটনা ঘটে। হঠাৎ হাওয়া মেশিনটি বিস্ফোরণ হলে ১০০ ফুট দূরের ট্রাকে গিয়ে কম্প্রোসারটি উড়ে যায়। ঘটনার সময় পাশের দোকানে বসা মিজান ড্রাইভার, রিয়াজ ও সোনামিয়া গুরুতর আহত হয়। এমনকি পাশের অপর একটি দোকানের টিন ও ছাদও ব্যাপক ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, কম্প্রোসার মেশিন থেকে হাওয়ার দেয়ার সময় অটো সুইচের মাধ্যমে তা বন্ধ হয়ে যায়। কিন্তু বিস্ফোরণ হওয়া মেশিনের অটো সুইচটি নষ্ট ছিলো। ফলে অতিরিক্ত হাওয়ার কারণে কম্প্রেসার মেশিনের বিস্ফোরণ ঘটে।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী এই ব্যাপারে বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। তিনজন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বাজারে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কু’পিয়ে হ’ত্যা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা