দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হযরত কাঙ্গালী শাহ (রহ🙂 সড়ক সংস্কার করা হয়েছে। হাজী আমিনুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়নে সড়কটি সংস্কার করা হয়। গতকাল শুক্রবার বিকালে সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার প্রধান অতিথি হিসেবে সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গাজী মোহাম্মদ আইয়ুব, আমিনুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাকিল, কাঙ্গালি শাহ মাজারের মোতায়াল্লী প্রকৌশলী কাজী মোহাম্মদ রাশেদ, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন রানা, উপজেলা যুবদলের সদস্য কাজী মোহাম্মদ জাহেদ, পোমরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপির নেতা সিরাজুল ইসলাম, যুবদলের নেতা সাইফুল ইসলাম, আমিনুল হক ফাউন্ডেশনের সদস্য মো. সেলিম, মো. সাইফুল প্রমুখ। সড়কটি সংস্কার হওয়ায় স্বস্তী প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।