রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের সাথে জড়িত মূল হোতা রকিকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও ইউএনওকে স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল রোববার সকালে সরফভাটা ছাত্র সমাজের আয়োজনে এবং কয়েক শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর আগে অপহরণের ৪৮ ঘণ্টা পর স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অপহরণ মামলা দায়ের হলে জড়িত চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। তবে মূল হোতা ‘রকি’ গ্রেপ্তার না হওয়ায় সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
গতকাল সরফভাটা স্কুলের শিক্ষার্থী ছাড়াও ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি সরফভাটা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোডাউন হয়ে উপজেলা সদরের ইছাখালীস্থ উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ইউএনও মাহমুদুল হাসান বরাবর স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ছাত্র–ছাত্রীদের শান্ত থাকার অনুরোধ জানান এবং মূল হোতা রকিকে অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলে জানান। একই সময় বক্তব্যে একই প্রত্যয় ব্যক্ত করেন সেনাবাহিনীর সদস্যরাও।