রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমি আয়োজিত শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে উল্কা সংঘ । গতকাল পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উল্কা সংঘ ৩–১ গোলে অলস্টার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়। দুই দলেই বিদেশী খেলোয়াড়ের পাশাপাশি একাধিক জাতীয় মানের ফুটবলার ছিলেন। তাদের এই ক্রীড়া নৈপুণ্য উপভোগ করতে হাজার হাজার দর্শক সমাগম হয়। খেলার প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে ছিল উল্কা সংঘ। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোল করে ব্যবধান বাড়ায় তারা। তবে মাঝামাঝি সময়ে অলস্টার স্পোর্টিং ক্লাব এক গোল শোধ করে ব্যবধান কমালেও শেষের দিকে আবার গোল করে ৩–১ গোলে জয় নিশ্চিত করে উল্কা সংঘ। বিজয়ী দলের খেলোয়াড় সাজ্জাদ দুটি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এই খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন জাতীয় দলের কৃতী ফুটবলার শাখাওয়াত রণি। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আলিউর রহমান রুশাই। স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এমরুল করিম রাশেদ। সংবর্ধিত অতিথি ছিলেন সাবেক কৃতি ফুটবলার বদিউল আলম মাস্টার। টুর্নামেন্ট উদযাপন কমিটির আহবায়ক আহমদ আলী নঈমীর সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ ৬ সেপ্টেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ইছাখালী টাইগার ক্লাব ও পানছড়ি ফুটবল একাডেমি।