রাঙ্গুনিয়ার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহাবুব আলম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। পদুয়া আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসমূহ, মাহাবুব চেয়ারম্যান স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে জয়নগর জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চিশতি। তিনি বলেন, রাজনীতি ও মানুষের কল্যাণে কাজ করা ছিল তার জীবনের একমাত্র ব্রত। বর্তমান সময়ে তাঁর মতো মানবিক জনবান্ধব নেতা রাজনীতিতে বিরল। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামানের সভাপতিত্বে ও স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম বাদশা, আরিফুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন বেদারুল আলম চৌধুরী বেদার, এমদাদ হোসেন চৌধুরী, কাজী আমিনুল হক, মো. শাহজাহান, ডা. তারকেশ্বর দাশ, মাস্টার মো. রফিক উদ্দিন, জাহিদ হাছান তালুকদার, ডা. জসীম উদ্দিন প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাকিম উদ্দিন।