রাঙ্গুনিয়ায় ভ্যান চালকের লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবু ছৈয়দ (৫৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালি সেগুনবাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়৷ পুলিশের ধারণা, ইটের আঘাতে তিনি মারা যান। নিহত আবু ছৈয়দ উপজেলার ইছাখালি আদর্শ গ্রামের বাসিন্দা।

রাঙ্গুনিয়া থানার ওসি মোস্তফা কামাল খাঁন বলেন, ” স্থানীয় লোকজন সেগুন বাগানের ভেতরে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে৷ লাশের মাথায় আঘাতের চিহ্ন এবং মুখ থেতলানো ছিলো। সম্ভবত ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷”

স্থানীয়দের ধারণা, ” মাদক সেবনের কারনে এই হত্যাকান্ড হতে পারে। মাদক সেবনের পর হয়তো কেউ ইট দিয়ে আঘাত করতে পারেন তাকে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চূর্ণ বিচূর্ণ, চালক আহত
পরবর্তী নিবন্ধঘাতক দালাল নির্মূল ক‌মি‌টির নেত্রী আটক