রাঙ্গুনিয়ায় বিএনপির দোয়া মাহফিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দীনের সহধর্মিণী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মা বেগম ডালিয়া নাজনীন নাছির এবং মীর নাছির কন্যা নুসরাত নাজনীন নাছির ও বড়বোন বেগম শামসুননাহারের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমাদের রুহের মাগফেরাত কামনায় রাঙ্গুনিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার সরফভাটা মোয়াবিনুল ইসলাম মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, সরফভাটা ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, মহিবুল্লাহ মারুফী, সরফভাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব জাহেদুল ইসলাম, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক কাজী সোহান, উপজেলা ছাত্রদলের সদস্য কপিল চৌধুরী, সরফভাটা ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইস্কান্দার মির্জা, ফারুকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন উত্তর জেলা ওলামা দলের সদস্য মাওলানা মুহাম্মদ রফিক।

পূর্ববর্তী নিবন্ধপরলোকে স্থপতি বিধান বড়ুয়া
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৫৭৫ জেলে পরিবারে চাল বিতরণ