রাঙ্গুনিয়ায় প্রাথমিক স্কুলে ৫ শ বৃক্ষরোপণ করল ৩ শতাধিক শিশু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পৌরসভার মুরাদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ শতাধিক বৃক্ষ রোপণ করেছে ৩ শতাধিক শিশু। গতকাল সোমবার বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করা হয়। শিশুদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও কর্মসূচিতে অংশ নেন। তাঁরা বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানান এবং সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান।এই উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান, ব্যাংকার আবদুল কাদের, মো.ওয়াহিদুজ্জামান, প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, দিলু আক্তার, রাসেল চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, নাসির উদ্দিন, লোকমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, দীপংকর বড়ুয়া, আজিজুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, গাছ রোপণের জন্য শিশুদের বেশি উৎসাহিত করতে হবে। শিশুরা শিক্ষার পাশাপাশি স্কুল প্রাঙ্গণে কিংবা নিজ বাড়ির আঙিনায় গাছ রোপণ করলে প্রতিদিন গাছের পরিচর্যা করবে এবং বৃক্ষরোপণে উৎসাহিত হবে। শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিশুদের মাঝে গাছের চারা রোপণ করা হয়।

উল্লেখ্য, চলতি মৌসুমে রাঙ্গুনিয়ায় ১৫ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। সমপ্রতি রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা