রাঙ্গুনিয়ায় দ্বিতীয়বারের মতো উদ্বোধন হয়েছে পারুয়া সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার বিকালে পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় ড্রিমটাচ ফুটবল একাদশ ও পারুয়া সুপার স্টার। বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত এ প্রতিদ্বন্দ্বিতাময় ম্যাচে ড্রিমটাচ ফুটবল একাদশ ১–০ গোলের ব্যাবধানে জয় পায় তারা। জাগ্রত তরুণ সংগঠনের উপদেষ্টা মো. কালফান ইকবাল চৌধুরী আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুয়া সুপার লিগ কমিটির পরিচালক শেখ আহমেদ আরিফ। এতে প্রধান অতিথি ছিলেন পারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। উদ্বোধক ছিলেন সাথী ইউসুফ আলী আরমান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ নবী, ইউনিয়ন মোহাম্মদ রহমতুল্লাহ, মো. আবু তৈয়ব, ইসমাইল তালুকদার, মো. সোহেল তাজ, মো. সেকান্দর, মুমিন সিকদার, নুর ছাফা, মো. দিদার, মো. নজরুল, হোসাইন সেকান্দর, মো. সোহেল, আবু বক্কর, পাভেল হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, মনির আহমদ, মো. জাফর, শামসুল আলম, মো. পারভেজ এরশাদ, মো. মামুন, শফিউল আলম, আবু বক্কর, মো. নেজাম, মো. মুক্তার, মো. খোরশেদ, মো. বখতিয়ার, মো. সাব্বির, রাজিব প্রমুখ। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।