রাঙ্গুনিয়ায় পারুয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়ায় দ্বিতীয়বারের মতো আয়োজিত পারুয়া সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সাহাব্দিনগর স্কুল মাঠে গত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এমকে ইলেভেন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও জাগ্রত তরুণ সংঘের উপদেষ্টা কালফান ইকবাল চৌধুরী এই টুর্নামেন্টের আয়োজন করেন। ফাইনাল খেলায় পারুয়া সুপার স্টারকে ২০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড আর্মি ফুটবল দল। খেলার উদ্বোধক ছিলেন সাথী ইউসুফ আলী আরমান। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াস চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সমাজসেবক জাফর ইকবাল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উত্তরজেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক হোসাইন সেকান্দর। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর, পারুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ইসমাইল তালুকদার, পারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পাভেল হাসান। পারুয়া সুপার লিগের পরিচালক শেখ আহমেদ আরিফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সাবেক ইউপি সদস্য আবদুল গফুর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া, ইউপি সদস্য নুর ছাফা, নজরুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ সোহেল, মুমিন সিকদার, সোহেল তাজ, দিদারুল আলম সিকদার, আজিজুল হক লিটন, তৈয়ব খান, আবু তৈয়ব তালুকদার, মনির আহমেদ, ওমর ফারুক, শফিউল ইসলাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ পারভেজ, ওবাইদুল হক, শামসুল আলম, মোহাম্মদ জাফর, মো. সেকান্দর, নুর উদ্দীন নান্নু, রাশেদুল ইসলাম জুয়েল, হেলাল উদ্দিন, আবু বক্কর, মোহাম্মদ ইকবাল, মো. সালাউদ্দিন প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পারুয়া সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে ছিলেন মো. নেজাম, মো. মোকতার, মো. বখতিয়ার, মো. মিজান, মো. খোরশেদ, মো. রাজিব, মো. সাব্বির, মো. জুবায়ের, মো. আসিফ।

পূর্ববর্তী নিবন্ধভেটার্ন ফুটবল টুর্নামেন্টে মসিহ সালাম স্মৃতি সংসদ সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধর‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়েছেন তাসকিন-জাকের আলি