রাঙ্গুনিয়ায় প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সর্ববৃহৎ কৃত্রিম খেলার মাঠ ও একটি পাঠাগার করার উদ্যোগ নিয়েছে যুব স্কোয়াড রাইডার্স নামে একটি সংগঠন। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত জায়গায় “রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন” নামে এই খেলার মাঠের আউটডোরে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ইনডোরে বিলিয়ার্ড খেলার সুযোগ থাকবে। ফিফা অনুমোদিত সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে এই মাঠটি। ফলে শীত–বর্ষা সব সময় এই মাঠ খেলা উপযোগী হবে। গতকাল বুধবার দুপুরে খেলার মাঠ পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন, সংগঠনের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ইসমাঈল হোসেন জানান, বর্তমান কিশোর–তরুণরা মগ্ন মুঠোফোনে। বাড়ছে রোগ–বালাই, কমছে শারীরিক ও মানসিক বিকাশ। আমরা বিশ্বাস করি, খেলাধুলা আনন্দ ও অনুপ্রেরণার উৎস। তাই আমরা দীর্ঘদিন স্কুলের পড়ে থাকা একটা পরিত্যক্ত জায়গা নির্ধারণ করে খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছি। পরিত্যক্ত এই জায়গাটিতে মাদকসহ নানা অনিয়ম চলতো। খেলার মাঠের পাশে আমরা একটা পাঠাগার চালু করতেছি। মাঠ ও পাঠাগার চালু হলে এ এলাকার কিশোর যুবারা প্রানবন্ত স্বাস্থ্যসচেতন, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এছাড়াও আমাদের উত্তর রাঙ্গুনিয়াতে কোন এম্বুল্যান্স নাই। আমাদের সংগঠনের পক্ষ থেকে সামনে আমরা একটা এম্বুলেন্স সেবা চালু করব। এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান জানান, স্কুলে পড়ে থাকা পরিত্যক্ত জায়গাটিতে খেলার মাঠ হলে এ এলাকার খেলোয়াড়দের পাশাপাশি কর্মজীবী ও ছাত্রদের খেলার সুযোগ বাড়াবে। তাছাড়া বর্তমানে কৃত্রিম খেলার মাঠ বেশ জনপ্রিয় হচ্ছে। পাশাপাশি পাঠাগারের বিষয়টিও প্রশংসনীয়।