রাঙ্গুনিয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ মে, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা আ. লীগের বর্ধিত সভা গতকাল রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ওমর ফারুক প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে নির্বাচনী মাঠে রয়েছে শুধু শেখর।

জানা যায়, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক হোসনে আরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ মুহুর্তে শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর ফারুক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে শেখর বিশ্বাসের জয় অনেকটা নিশ্চিত।

উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন উত্তর জেলা আ. লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিচ আজগর, ইফতেখার হোসেন বাবুল, মো. আকতার হোসেন খাঁন, মীর গোলাম মোস্তফা বাবুল, নুরুল আবছার, ইলিয়াছ তালুকদার, মো. আরিফুল ইসলাম চৌধুরী, ভাস্কর সাহা, সাজ্জাতুল ইসলাম খোকন, বদিউল আলম মাস্টার সৈয়দুল আলম তালুকদার, মো. আলমগীর, জালাল উদ্দিন, প্রভাত কুসুম বড়ুয়া, বদিউল আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখর বিশ্বাস, ওমর ফারুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ তিন জনের মনোনয়ন প্রত্যাহার
পরবর্তী নিবন্ধপাহাড়ে জাপান থাইল্যান্ড অস্ট্রেলিয়ার আমের চাষ