রাঙ্গুনিয়ায় নাচে–গানে ও আবৃত্তিতে অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী অনুষ্ঠান। বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় শিল্পীদের পাশাপাশি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নানা পরিবেশনা ছিল। উন্মুক্ত আয়োজনে সাংষ্কৃতিক কর্মী, সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন পেশার মানুৃষ গান শুনতে ভিড় জমান। শনিবার রাতে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব ও স্বজন সমাবেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলার সৈয়দবাড়ি বিসিসিউএল সমবায় মার্কেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিন। উদ্বোধক ছিলেন রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম এ মোরশেদ। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার। প্রধান বক্তা ছিলেন স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার সভাপতি সনজীব সুশীল।
সহসভাপতি শিক্ষক সুবর্না বড়ুয়া ও প্রধান সমন্বয়ক আব্বাস হোসাইন আফতাবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন ইনচার্জ জাহেদুর রহমান, দ্যা ড্রিম সিটি স্পোর্টস জোনের চেয়ারম্যান মো. ইফতিখার রাজ, প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠক মো. মোকারম হোসেন, সমাজসেবক ও সংগঠক আবু বক্কর।
শুভেচ্ছা বক্তব্য দেন কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, রাজস্থলি প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খাঁন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, পান্থনিবাস বড়ুয়া, আকাশ আহমেদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার উপদেষ্টা শিক্ষক মোহাম্মদ ইউসুফ,মো. আবু সায়েম, রহিম উদ্দিন সিকদার, রুবায়েত রাশেদ, মুক্তি সাধন বড়ুয়া, অর্পণ বড়ুয়া, দ্বীন মোহাম্মদ, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, জগলুল হুদা প্রমুখ। সংগীত পরিবেশন করেন বেতার শিল্পী ফুলকি বড়ুয়া,জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিল্পী অপ্সরী বড়ুয়া ফ্লোরা, উদীয়মান শিল্পী সমৃদ্ধি হালদার স্নেহা, মো. খুদরাত নীল, দীপ্তাক্ষী শর্মা কৌশিকী। নৃত্য পরিবেশন করেন সৃজনা বড়ুয়া। আবৃত্তি করেন জান্নাতুল তামান্না, আফতাবী হোসাইন মুসকান, নাজাত হোসাইন মেহরিন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকা।