রাঙ্গুনিয়ায় ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু, ভালো দামে লাভবান হচ্ছেন কৃষকরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া খাদ্য গুদামের ধানচাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এবারে রাঙ্গুনিয়া খাদ্য গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫৬৫ মেট্রিক টন এবং চাল সংগ্রের লক্ষ্যমাত্রা ১৮৯০ মেট্রিক টন। প্রতি কেজি ধান ৩৬টাকা এবং প্রতি কেজি চাল ৪৮টাকা হারে সংগ্রহ করা হচ্ছে। যা বাজার মূল্যের চেয়েও ৫৭ টাকা বেশি বলে জানান সংশ্লিষ্টরা। তাই বাজারের চেয়েও ভালো দাম পেয়ে কৃষকরা লাভবান হচ্ছেন।

মঙ্গলবার (২০ মে) সরেজমিনে উপজেলা সদরের গোডাউন এলাকায় খাদ্য গুদামে গিয়ে দেখা গেছে, গুদামে ধান বিক্রি করতে আসছেন কৃষকরা। প্রথমদিকে নমুনা ধান দেখিয়ে পরে বিভিন্ন যানবাহনে তা নিয়ে যাচ্ছেন তারা। অন্যদিকে গুদাম কর্তৃপক্ষ ধানের আদ্রতা এবং চিটা পরীক্ষা করে তা সংগ্রহ শুরু করেছেন। প্রতিজন কৃষক থেকে তিন টন হারে ধান সংগ্রহ করা হচ্ছে। এসময় ধান বিক্রি করতে আসা কৃষকরা জানান, বাজার নির্ধারিত মূল্যের চেয়েও সরকার নির্ধারিত ধানচালের দাম ৫৭ টাকা বেশি। তাই বেশি দাম পেয়ে তারা লাভবান হচ্ছেন। রাঙ্গুনিয়ার ৯ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এবং গড়ে সাড়ে ৬ মেট্রিক টনের উপরে ফলন হয়েছে। এই হিসেবে ৬০ হাজার মেট্রিক টনের অধিক ধান উৎপাদিত হয়েছে রাঙ্গুনিয়ায়। তাই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা এবং নির্ধারিত তালিকায় কৃষকদের সংখ্যা আরও বাড়ানোর দাবি করছেন তারা।

রাঙ্গুনিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হোসাইন জানান, উপজেলা ধান চাল সংগ্রহ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার ২১৬১ জন কৃষক থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধানচাল সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে উপজেলার চুক্তিবদ্ধ ৩৫ জন মিলার থেকে চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে গত ২৪ এপ্রিল থেকে। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। শুকনা এবং চিটামুক্ত ধান সরবরাহের জন্য কৃষকদের প্রতি আহবান জানান তিনি। লক্ষ্যমাত্রা বিষয়ে তিনি বলেন, গুদামে প্রচুর চাল জমা রয়েছে। সরকারিভাবে ধানচাল সংগ্রহের মূল লক্ষ্য হচ্ছে বাজারেও যাতে দামের সামঞ্জস্যতা আসে। সরকার নির্ধারিত দামে ধানচাল সংগ্রহ শুরু হওয়ায় বাজারেও এর প্রভাব পড়বে এবং এতে বাজারেও দামের সামঞ্জস্যতা চলে আসবে। এতে কৃষকরা বাজারেও একই দাম পেতে শুরু করবেন এবং সামগ্রিকভাবে সবাই লাভবান হবেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জিপিওতে ডাক কর্মচারীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তালের শাঁসে ভরে উঠেছে বাজার