রাঙ্গুনিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২১ এপ্রিল, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডির আলোকে দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা সম্মেলন কক্ষে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। প্রশিক্ষক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফুল ইসলাম। বাবুল কান্তি চাকমার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. দিদারুল আলম, মুহাম্মদ হাসান, দিবাকর দাশ মান্না, প্রকৌশলী মো. ইয়াকুব ফারহান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, একতেহার হোসেন, মো.দানু মিয়া, সাংবাদিক জগলুল হুদা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ গাছবাড়িয়া অগ্নিদুর্গতদের মাঝে সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম যুববিদ্রোহ দিবসকে রাষ্ট্রীয় দিবস ঘোষণার দাবি