রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ধান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ১১:২০ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় এক কৃষকের জমিতে ধান কাটার পরে তা সড়কের পাশে রেখেছিলো। রাতের আঁধারে সেই ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এতে কৃষকের সাড়ে তিন কানি জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কে বা কারা ফসলের সাথে এমন কাণ্ড করেছে তা জানা যায়নি।

বুধবার (১৬ মে) দিনগত রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক নুরুল হক জানান, মোহাম্মদপুর গলাচিপা এলাকায় এবার তিনি ৭ কানি জমিতে বোরো ধানের আবাদ করেছিলো। গত কয়েকদিনে সাড়ে তিন কানি জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। ধানগুলো গলাচিপা এলাকায় সড়কের ধারে রেখেছিলেন। সেখানেই রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সব ধান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

তার ছেলে মো. বাচা বলেন, “পেট্রোল দিয়েই ধানের গাদায় আগুন লাগানো হয়েছে। এর গন্ধ পেয়েছেন এলাকার সবাই। কারা এসব করেছে জানি না। তবে যারাই করোক তাদের কঠোর শাস্তি চাই। ”

এদিকে এ ধরনের জঘন্যতম কাজের পুনরাবৃত্তি যাতে না ঘটে এজন্য দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, বিষয়টি খুবই দুঃখজনক। ভুক্তভোগীরা এখনো থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে জড়িতদের খুঁঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে আগুনেই মৃ’ত্যু
পরবর্তী নিবন্ধকুতুব‌দিয়ায় এল‌পি গ্যাস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জ‌রিমানা