জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের কর্মী সম্মেলন ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে গত ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মু. শাহ আলম, রাঙ্গুনিয়া উপজেলার আমির মাওলানা হাসান মুরাদ, ইঞ্জিনিয়ার মো. রফিক, দিদারুল আলম। সমাপনী বক্তব্য রাখেন অধ্যাপক জসিম উদ্দিন। পরে পোমরা ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা করা হয়। এতে নবনির্বাচিত কর্মকর্তরা হলেন পোমরা ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি অধ্যাপক মো. জসিম উদ্দিন, সহসভাপতি দিদারুল আলম, সেক্রেটারী মো. আমজাদ হোসেন, সহ সেক্রেটারী মো. ইসমাইল হোসেন, বায়তুল মাল সম্পাদক মো. সাইয়েদ শরীফ, সহ বায়তুল মাল সম্পাদক মো. মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিম, এস এম গোফরান, মো. নিজাম উদ্দিন, মো. জসিম উদ্দিন বাদশা, আহমদ উল্লাহ হিরু, আবুল বশর, মো. শামশুদ্দোহা, হাফেজ মো. ইউনুছ প্রমুখ।