রাঙ্গুনিয়ায় কৃষি জমির টপসয়েল কাটায় ইটভাটাকে লাখ টাকা জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৫৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় কৃষি জমির টপসয়েল কাটায় একটি ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার উপজেলার ইসলামপুরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করার অপরাধে একটি ইটভাটাকে এই অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজাল ইসলামসহ রাঙ্গুনিয়া থানা পুলিশ অভিযানে সহায়তা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার এবং কাঠ পোড়ানোর অপরাধে এম.বি.এম৩ ব্রিকসের মালিক ইউনুচ কোম্পানিকে ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আগামীতে কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আহমেদ খান সেলিম
পরবর্তী নিবন্ধজ্বালানি তেল পরিবহনে আজ সূচনা হবে নবদিগন্তের