রাঙ্গুনিয়ায় কর্ণফুলীতে ধসে পড়ছে নদীরক্ষা ব্লক

সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার সরফভাটায় নদীরক্ষা বাঁধের ব্লক ধসে পড়তে শুরু করেছে। উপজেলার পূর্ব সরফভাটা থেকে গোডাউন ব্রিজ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ব্লকের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন স্পটের এক কিলোমিটার ব্লক ধসে গেছে। কর্ণফুলীতে পানি বেড়ে যাওয়ার পর স্রোতের টানে ব্লকগুলো নেমে যাচ্ছে। এছাড়া নদী ড্রেজিংয়ের ফলে পাড়ঘেঁষে বালি সরে গিয়ে গভীর হয়ে যাওয়ায় এই ধস হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এতে নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে সরফভাটা ভূমিরখীল এলাকা দিয়ে। তাই নদীরক্ষা বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার নদীপাড়ে মানববন্ধন করে এই দাবি জানান তাঁরা। নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি নূর মোহাম্মদ, নুরুল আজিম, মো. জাফর, মো. নজরুল ইসলাম, মো. সেলিম, মো. সবুজ চৌধুরী, মো. ফরহাদ, মো. আজগর, মো. শুক্কুর, মো. ইব্রাহীম প্রমুখ।

সরেজমিনে দেখা যায়, সরফভাটা ভূমিরখীল এলাকায় নদীরক্ষা বাঁধের ব্লক ধসে পড়ছে। কোথাও ফাঁকা হয়ে গেছে, কোথাও ব্লক ধসে ভেতরের সাদা কার্পেট বেরিয়ে গেছে। কোথাও একেবারে ধসে গিয়ে দেখা দিয়েছে ভাঙন। এই অবস্থায় স্থানীয়দের মাঝে নতুন করে দেখা দিয়েছে ভাঙন আতংক। তাদের দাবি ধসে যাওয়া ব্লক সংস্কারে যেনো দ্রুত ব্যবস্থা নেন সংশ্লিষ্টরা। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, সরফভাটা ভূমিরখীল এলাকা দিয়ে ইতিমধ্যেই দেড়শো মিটার অংশে মেরামতের জন্য ব্লক বানানো হচ্ছে। সপ্তাহখানেকের মধ্যে পানি কমে আসলে সেখানে ব্লকগুলো স্থাপন করা হবে। এছাড়া অন্যান্য অংশগুলোতে যেখানে ব্লক ধসে গেছে সেখানেও দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধগুম বিরোধী আন্তর্জাতিক দিবসে অধিকারের মানববন্ধন