রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ওয়াহেদ আকবর পাড়া প্রবাসী ঐক্য পরিষদ ও ওয়াহেদ আকবর পাড়া মেমোরিয়াল ক্লাবের সহযোগিতায় সীরাতুন্নবী (দ.) মাহফিল উপলক্ষে ধর্মীয় সম্মেলন স্থানীয় মসজিদ মাঠে গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য মো. নুরুল আলম তালুকদার। ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আল–আযহারী। উদ্বোধক ছিলেন দারুল উলুম জান মুহাম্মাদ পাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ছাআদত হুসাইন। আলোচনায় অংশ নেন আহমদ বিন আব্দুস সালাম, মীর মুহাম্মদ জাহাঙ্গীর, মুফতি সাইফুল ইসলাম, মুহাম্মদ ফয়সাল সাঈদী। আলোচনা শেষে বিভিন্ন স্কুল–মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।