রাঙ্গুনিয়ায়র দাতব্য সংগঠন আবনায়ে কোদালা ওলামা সংস্থার উদ্যোগে মতবিনিময় সভা গত সোমবার উপজেলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা নুরুল আজিম। সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। আবনায়ে কোদালা ওলামা সংস্থার সহ সভাপতি মাওলানা মো. ওসমানের সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, আকাশ আহমেদ, সিনিয়র সাংবাদিক পান্থ নিবাস বড়ুয়া, আবনায়ে কোদালা ওলামা সংস্থার অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ মাসুম, হাফেজ মুহাম্মদ জাহাঙ্গীর, মো. আয়ুব, মো. এয়াকুব, আবদুল হালিম, ফয়জুল ইসলাম, মো. সোলায়মান প্রমুখ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম জানান, ২০২৪ সালের ১ জানুয়ারি কোদালা আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার ছাত্রবৃন্দের নিয়ে যাত্রা শুরু করে ‘আবনায়ে কোদালা ওলামা সংস্থা। গত দেড় বছরে এই সংগঠনের মাধ্যমে রমজানে ইফতার বিতরণ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও গরিব মেয়ের বিবাহে আর্থিক সহযোগিতা, গরিব–অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে প্রায় ১৪ লক্ষ টাকার অনুদান দেয়া হয়েছে। পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের জন্য কর্জায়ে হাসানাসহ বিভিন্নমুখী ধর্মীয় কাজ করে যাচ্ছে সংগঠনটি।