রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৪ বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪ বসতঘর। উপজেলার পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহুতপাড়া এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন জানান, মঙ্গলবার রাতে স্থানীয় আমিরুজ্জামানের বাড়িতে আগুন লাগে। মুহুর্তে আগুন পাশের বসতঘর গুলোতে ছড়িয়ে পড়ে জাহাঙ্গীর আলম, মো. আলমগীর, ইলিয়াস কাঞ্চন ও মোহাম্মদ আলমের মালিকানাধীন ৪ টি সেমিপাকা ঘর পুড়ে যায়। এসময় বসতঘরে থাকা মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ টাকা, টিভি, আসবাবপত্র, তিনটি ফ্রিজ, মোবাইলসহ সবকিছু পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্তদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। অসহায় এই কৃষক পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করতে সরকারিবেসরকারি অনুদানের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, গেল সোমবার ঝড়ো হাওয়ার পর এলাকাটিতে বিদ্যুৎ সংযোগ ছিলো না। তাই চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধহজের প্রথম ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৯ যাত্রী
পরবর্তী নিবন্ধসর্বজনীন পেনশন স্কিম নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে