রাঙ্গুনিয়ায় পৌরসভার গোডাউন এলাকার ‘চয়েস এন্টারপ্রাইজ’ নামে একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরি মালিক। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আশংকা করছেন তিনি। এই ব্যাপারে তিনি থানায় লিখিতভাবে জানিয়েছেন বলে জানান।
ক্ষতিগ্রস্ত মালিক মাহবুবুর রহমানের সাথে কথা বলে জানা যায়, গতকাল ভোর ৫টার দিকে তার মালিকানাধীন আইসক্রিম ফ্যাক্টরি ‘চয়েস এন্টারপ্রাইজ’– এ আগুন লাগে। এতে পুরো ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সবকিছুসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ৭০ বাই ৫০ ফুট আয়তনের আইসক্রিম ফ্যাক্টরিটা এখন শীতকাল থাকায় বন্ধ ছিলো। তবে ভেতরে ৭৭০ লিটার আয়তনের ২৫টি ফ্রিজ, ১২টি ভ্যানগাড়ি, ৯টি অটোগাড়ি, ২টি সিএনজি অটোরিকশা, যাবতীয় মেশিনারিজ, মালামালসহ পুরো স্থাপনা পুড়ে গেছে। এই প্রতিষ্ঠানে আইসক্রিম ফ্যাক্টরির পাশাপাশি চারটি কোম্পানির ডিলারশীপ ছিলো। গত সোমবার এসব কোম্পানির অনেক টাকার মালামালও এসেছিলো। অবকাঠামোসহ সবকিছু পুড়ে গেছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে বলা যাবে।’