রাঙ্গুনিয়ায় অংশীজনদের সাথে মতবিনিময় সভা

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি

নিরাপদ অভিবাসনের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী বাস্তবায়নাধীন “সিমস প্রকল্প”এর উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন স্থানীয় সরকার প্রতিনিধিগণ, এনজিও প্রতিনিধি, জিএমসি সদস্য, মাইগ্রেশন ফোরাম সদস্যগণ, লোকাল লিডার, সাবএজেন্ট ও সম্মানিত ব্যক্তিদের নিয়ে “ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্‌ প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্মকৌশল শীর্ষক মতবিনিময় সভা” গত ৩০ জানুয়ারি শিলক মুজিব ক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন শিলক ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম তালুকদার। প্রত্যাশীর সিমস্‌ প্রজেক্ট উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেনবৈধভাবে বিদেশ গমন, বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ এবং এ সংক্রান্ত বিদ্যমান সরকারি সুবিধাগুলো জানাতে এলাকায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এছাড়া বিদেশ যাওয়ার পূর্বে দক্ষতা অর্জনে সরকারি টিটিসিগুলোতে বিদ্যমান প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। প্রতারণার স্বীকার ব্যক্তিদের আইনি সহায়তার মাধ্যমে সামাজিক সুরক্ষা দিতে হবে। দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে।

পূর্ববর্তী নিবন্ধভাড়ায় মারামারি করতে গিয়ে কিশোর গ্যাংয়ের ১৫ জন আটক
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুই দিনব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও শোভাযাত্রা