রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া অফিসের উদ্যেগে আয়োজিত লংগদু উপজেলায় অনূর্ধ্ব১৪ স্কুল ছাত্র ছাত্রীদের সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বেলা ১২ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন। রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার (.দা.) হারুন অর রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান, বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতায় উপজেলার ৮টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের সুইমিং কস্টিউম, যাতায়াত ভাতা দেওয়া হয়েছে। বিজয়ীদের পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে নারানগিরি উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবিকেএফকেএস ও বিকেএফ ড্যান পরীক্ষায় উত্তীর্ণদের ব্ল্যাকবেল্ট ও সনদ প্রদান