রাঙামাটি ঘাগড়া বাঙ্গালহালিয়া বান্দরবান সড়কের ৪১ মিটার দীর্ঘ ঘাগড়া সেতুর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে এই সেতুর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এই সেতু নির্মাণের ফলে রাঙামাটি জেলার সাথে বান্দরবান জেলা এবং রাঙামাটির ২টি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, রাঙামাটি ঘাগড়া বাঙ্গালহালিয়া বান্দরবান সড়কের ৪১ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজটির প্রস্থ ১০.২৫ মিটার। বাংলাদেশ সরকারের জিওবি ফান্ডের অর্থায়নে ৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে।
সেতু উদ্বোধনকালে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল-নুর সালেহীন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান, রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামসুদ্দোহা চৌধুরী, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












