রাঙামাটির রাজস্থলী, চন্দ্রঘোনা ও কাপ্তাই থানা পরিদর্শন করলেন জেলার নবাগত পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন। গতকাল রোববার দিনভর থানা পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় পৌঁছালে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার তিনটি থানা এলাকা ঘুরে দেখেন। এসময় থানার অস্ত্রাগার, মালখানা, ফোর্সের আবাসন ব্যবস্থা এবং থানার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষন করেন এবং পরে থানায় রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সকলের সুবিধা–অসুবিধার কথা শোনেন এবং সবার সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। পুলিশ সদস্যদের কল্যাণসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বিলাইছড়ি সার্কেল) মো. আবুল কাসেম চৌধুরী।