রাঙামাটিতে সীমান্ত সড়কে জিপ খাদে, নিহত ৩

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্ত সড়ক এলাকায় চাঁদের গাড়ি (জিপ) পাহাড়ি খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ছয়জনকে জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও চারজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাঙামাটির জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেলেও হাসপাতালে নেওয়া নিহত দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেনরাজস্থলী উপজেলার বালুমুড়া এলাকার বাসিন্দা জিপচালক চিনু মং মারমা (২৫) ও জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি এলাকার বাসিন্দা মনো চাকমা (১৮)। এদের দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও আরেকজন রাজস্থলীতে আনার পথিমধ্যেই মারা যান।

আহতরা হলেনরাজস্থলী উপজেলার বালুমুড়া এলাকার বাসিন্দা ক্য সি নু মারমা (২০), জুরাছড়ি উপজেলার পানকাটাছড়ি এলাকার বাসিন্দা কালুকেতু চাকমা (৪৫), বসতা চাকমা (৪৫), বারমু চাকমা (২০), দোলাইয়া চাকমা (৩৫) ও সুরজ্যোতি চাকমা (২০)। এর মধ্যে কালকেতু চাকমা ও বসতা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার বিলাইছড়িরাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে গন্তব্যের দিকে দিকে যাচ্ছিল। পথিমধ্যে পানকাটা ছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ ঘটনায় মোট নয়জন হতাহত হন। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া আটজনের মধ্যে দুজন নিহত। বাকি ছয়জন আহত।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সৌরীন্দ্র বড়ুয়া জানিয়েছেন, ‘হাসপাতালে মৃত দুজন ও আহত ছয়জনকে আনা হয়েছে। আমরা আশঙ্কাজনক দুইজনকে চট্টগ্রামে রেফার করেছি। তাদের একজনের পা বিচ্ছিন্ন হয়েছে এবং আরেকজনের শরীরে আঘাতের কারণে রক্তজমাট হয়েছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় মোট তিনজন নিহতের খবর পেয়েছি। নিহত অন্যজনকে হাসপাতালে না এনে বাসায় নিয়ে যাওয়ার খবর জেনেছি। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধচসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও, পদত্যাগ দাবি
পরবর্তী নিবন্ধশপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক