রাঙামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে লক্ষী কুমার চাকমা (৪৫) নামে এক সাবেক ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শীলছড়ি নামক এলাকায় গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে। তবে কে বা করা এ হত্যাকাণ্ড চালিয়েছে তা এখনো জানা যায়নি। ।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা নিজ বাড়িতে এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। লক্ষী চন্দ্র চাকমা অতীতে আঞ্চলিক দল ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মী ছিলেন। বর্তমানে তিনি সবকিছু ছেড়ে পারিবারিক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম জানিয়েছেন, লক্ষী কুমার চাকমার লাশ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। পরে বিস্তারিত জানা যাবে।