রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে

ইমাম সম্মেলনে জেলা প্রশাসক

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, পার্বত্য জেলা রাঙামাটি একটি শান্তির জায়গা, এখানে শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে সেজন্য ইমাম, উলামাসহ সকলকে সজাগ থাকতে হবে। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহারের মাধ্যমে নানা প্রকার গুজব ছড়িয়ে সমাজে, দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমরা বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত রাখতে চাই। তিনি গত ২৪ জুন রাঙামাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা, সনদ বিতরণ ও জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন জেলা উপ পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সাংবাদিক সাখাওয়াৎ হোসেন রুবেল, জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা সভাপতি ক্বারী মুহাম্মদ ওসমান গণি চৌধুরী, রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম। স্বাগত বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলার ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়া। পরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৬