রাঙামাটিতে লিগ্যাল এইড অফিসের মতবিনিময়

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৬ মে, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা লিগ্যাল এইড অফিস। গতকাল রোববার জেলা লিগ্যাল এইড অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিগ্যাল এইড কার্যক্রম জনগণের মাঝে ছড়িয়ে আহ্বান জানান। উপস্থিত ছিলেন সৈকত রঞ্জন চৌধুরী, চৌধুরী হারুনুর রশিদ, একেএম মকছুদ আহমেদসহ জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা। সভায় জেলা লিগ্যাল এইড অফিসার বলেন, ‘সরকার প্রান্তিক মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের কার্যক্রম চালু করেছে। লিগ্যাল এইডের মাধ্যমে আপসে বিরোধ মীমাংসার মধ্য দিয়ে বিচারাধীন মামলায়ও নিষ্পতি হচ্ছে। বিশেষ করে পার্বত্য এলাকায় ভূমি বিরোধ, পারিবারিক কলহ ও অন্যান্য অভিযোগ আপসে নিষ্পত্তি হচ্ছে। দুস্থদের বিনামূল্যে আইনি পরামর্শ ছাড়াও লিগ্যাল এইড অফিস মামলা সংক্রান্ত ব্যয়ভার বহন করছে। তিনি এ সেবা কার্যক্রমকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধশরবত ও বিশুদ্ধ পানি বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী