রাঙামাটিতে টেস্টের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৮০ জন। এর মধ্যে রাঙামাটি সদরে ৫৫ জন এবং সদরের বাইরের বিভিন্ন উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। আক্রান্তদের মধ্যে গতকাল মঙ্গলবার জেলার বিলাইছড়িতে এক মহিলার মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় ২২৯টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৯৩%। আক্রান্তের মধ্যে রাঙামাটি সদরে ৫৫ জন, লংগদু ৬ জন, কাপ্তাই ৬ জন, কাউখালী ৫ জন, বিলাইছড়ি ৪ জন, বরকল ৩ জন ও রাজস্থলীতে ১ জন। রাঙামাটিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৪ জন। মৃত্যু হয়েছে ২২ জনের।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনার ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, গত ২৪ ঘন্টায় ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আইসোলেশনে আছেন ১৭ জন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।