রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের নোয়াদম গ্রামের সুদীপ্তা চাকমা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল। স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও জ্বর না কমায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সে মারা যায়। সুদীপ্তা বন্দুকভাঙা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, শনিবার সুদীপ্তা চাকমা নামে এক শিশুকে ম্যালেরিয়া আক্রান্ত অবস্থায় নিয়ে আসার পর দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে ওই শিশু মারা যায়।
হাসপাতালের আরএমও জানান, বেশিরভাগ ম্যালেরিয়া আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে জেলার দুর্গম এলাকাগুলো থেকে। ওইসব এলাকার রোগীর অবস্থা বেশি খারাপ হলেই রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানেও রাঙামাটি জেনারেল হাসপাতালে ২ জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী ভর্তি আছেন বলে জানান তিনি।