রাঙামাটিতে মাস্ক না পরায় জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ৮:১৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হাট-বাজার, অফিস-আদালত সর্বত্র মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাঙামাটি শহরের বনরুপা, রিজার্ভবাজার ও তবলছড়ি এলাকায় মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাস্ক না পরায় ১১ জনকে ১ হাজার ২শ’ টাকা এবং হেলমেট না থাকায় মোটরযান আইনে একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা এবং মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকের নির্দেশে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমাঝসাগরে গর্ভবতীর করুণ মৃত্যু
পরবর্তী নিবন্ধতারা করে সাইকেল চুরি আর চোরাই সাইকেল বেচাকেনা