রাঙামাটির জনগণের মাঝে করোনার আতঙ্ক এবং সচেতনতা প্রথমে লক্ষ্য করা গেলেও বর্তমানে করোনার সতর্কতামূলক নির্দেশনা দৃষ্টিগোচর হচ্ছে না বললেই চলে।
তাই রাঙামাটি জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাস্ক ব্যবহার সহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের রিজার্ভ বাজারাধীন নতুন বাস স্টেশন, দোয়েল চত্বর ও বনরূপাতে জনসাধারণের মাস্ক পরা ও মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান বাধ্যতামূলক করতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন রাঙামাটি কোতোয়ালী থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম, রাঙামাটি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. ইসমাইল, কোতোয়ালী থানার এসআই ওসমান গণি, ট্রাফিক সার্জেন্ট পরবিল কুমার নাথ।
এসময়, রিজার্ভ বাজারের নতুন বাস স্টেশন এলাকায় ৯ জন, দোয়েল চত্বরে ১ জন ও বনরূপাতে ২ জন সহ মোট ১২ জন হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে ৯২ এর (১) উপধারায় মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. ইসমাইল।
অন্যদিকে, এসআই ওসমান জানিয়েছেন, স্বাভাবিক সময়ের মতোই সকল প্রকারের যান চলাচল থাকলেও অনেকের মুখে মাস্ক না থাকায় কিংবা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনাগুলো মানুষের মাঝে তেমন প্রভাব না পড়ার কারণে যারা মাস্কবিহীন ঘোরাঘুরি করছে বা গণপরিবহনে যাতায়াত করছে তাদেরকে মাস্ক পরে চলাফেরা করতে আমরা আগ্রহী করার পাশাপাশি যে সব পথচারী মাস্ক পকেটে রেখে অবাধে চলাচল করছে তাদেরকেও মুখে মাস্ক লাগিয়ে রাখার পরামর্শ দিচ্ছি এবং এখানকার সিএনজিচালিত অটোরিকশা, বাস, ট্রাক, মোটরসাইকেল ইত্যাদির চালক ও যাত্রীদেরকেও এ বিষয়ে অবগত করছি।