রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৯:০৭ পূর্বাহ্ণ

 

রাঙামাটির জীবতলী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে তাপসি চাকমা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের স্বামীর নাম গোপাল চন্দ্র চাকমা। গতকাল সোমবার ভোররাত সাড়ে ৪টায় রাঙামাটি সদর উপজেলার ১ নং জীবতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জীবতলী ইউনিয়ন পরিষদ সদস্য ধন চাকমা জানান, রাতে ঐ বৃদ্ধা প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হয়েছিলেন। ঐ সময় তিনি হঠাৎ হাতির আক্রমণের শিকার হন এবং আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় গ্রামবাসী জানান, জীবতলী ইউনিয়নের পাহাড়ি গ্রামের আশপাশে দীর্ঘদিন ধরে একটি বন্য হাতির পাল বিচরণ করছে। প্রায় প্রতিদিনই বন্য হাতির পাল গ্রামের লোকালয়ে ডুকে ঘরবাড়ি ও ফসল বিনষ্ট করছে। এতে মানুষ আতংকে দিন কাটাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিতর্ক প্রতিযোগিতায় শাবিপ্রবিকে হারিয়ে চ্যাম্পিয়ন চবি
পরবর্তী নিবন্ধহালিশহরে পিটুপির নান্দনিক প্রকল্প শফিক রেসিডেন্সের নির্মাণকাজ শুরু