রাঙামাটিতে প্রাইভেট শিক্ষকের আট বছর কারাদণ্ড

ছাত্রীর শ্লীলতাহানি

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ৯:৪৭ পূর্বাহ্ণ

রাঙামাটিতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি মামলায় অভিযুক্ত আসামি প্রাইভেট শিক্ষক রনজিত পাটোয়ারিকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে তাকে ৫ লাখ টাকার জরিমানা করা

হয়। অর্থ অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।

মামলার নথি সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি রনজিত পাটোয়ারি ভিকটিমের প্রাইভেট শিক্ষক হওয়াতে প্রাইভেট ও গান শিখাতে তার বাসায় যেতেন নিয়মিত। সেই সুযোগে ও পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বিভিন্ন সময় ভিকটিমকে যৌন নিপীড়ন করত। পরে ঐ শিক্ষার্থী বিষয়টি মাকে জানালে তিনি রাঙামাটি কোতোয়ালী থানায় মামলা করেন।

রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আসামি রনজিত পাটোয়ারির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়াতে আদালত আট বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকসহ তিন ব্যাংকে অনিয়ম, খতিয়ে দেখছে দুদক
পরবর্তী নিবন্ধব্রাজিলের সাথে কতটা লড়বে ক্যামেরুন