রাঙামাটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে ৫ ও কাউন্সিলরে ৬০ জন

২জন কাউন্সিলরের মনোনয়নপত্র প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চতুর্থ ধাপে রাঙামাটি পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। মেয়র পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও কাউন্সিলর পদে ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা হলেন ৬নং ওয়ার্ডের পলাশ কুসুম চাকমা ও ৪নং ওয়ার্ডের শহীদউদ্দিন চৌধুরী। রাঙামাটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র পদে আওয়ামীলীগের আকবর হোসেন চৌধুরী, বিএনপির অ্যাডভোকেট মামুনুর রশীদ, জাতীয় পার্টির প্রজেশ চাকমা, বিপ্লবী ওয়াকার্স পার্টির আবদুল মান্নান রানা ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক অমর কুমার দে নির্বাচন করছেন।
সহকারী রিটানিং অফিসার জাহিদুল ইসলাম জানান, ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২৮ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাঙামাটি পৌরসভার মোট ভোটার ৬২,৮৮৪জন। এর মধ্যে পুরুষ ৩৪,২৫২ জন এবং নারী ভোটার ২৮,৬৩২জন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
পরবর্তী নিবন্ধ৭টি নোহা ও প্রাইভেট কার অঙ্গার