রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক ব্রিজসহ ভেঙে নদীতে: নিহত ৩

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত হয়েছে। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজার এলাকায় পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী দল ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে।
এদিকে, সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের চেয়াম্যান পদ্ম কুমার চাকমা বলেছেন, “আজকে সকাল সাড়ে ৬টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক ব্রিজে উঠার পর হঠাৎ ব্রিজটিসহ ট্রাকটি নদীতে পড়ে যায়। এতে ট্রাকের তিনজন মারা গেছে বলে শুনেছি।”
ব্রিজটি ভেঙে যাওয়ায় রাঙামাটি-খাগড়াছড়ি ও নানিয়ারচর উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে, রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকাল সাড়ে ৬টায় এ ঘটনাটি ঘটে। ট্রাকটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটির নানিয়ারচর যাচ্ছিল। ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর বড় জা রওশন আরার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু