রাঙামাটিতে তপ্ত দুপুরে খানিক স্বস্তি দিল শিলাবৃষ্টি

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১২ মে, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

গত কয়েকদিন ধরে দেশজুড়ে তীব্র দাবদাহ চলছে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছুঁয়েছে। পার্বত্য জেলা রাঙামাটিতেও গড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে জেলার প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সকলেরই ত্রাহি দশা। এর মধ্যেই রোববার দুপুরেই হঠাৎ ঝড়ো হাওয়া আর শিলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন পাহাড়ি জেলার মানুষ। তবে শিলা বৃষ্টির যেসব এলাকায় ধান পেকেছে, সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। এদিকে, শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে জেলা শহরের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়েছে বৈদ্যুতিক সঞ্চালন তারের ওপর। রোববার রাত ৯টায় রিপোর্ট লেখা পর্যন্ত জেলা শহরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু এলালায় বিদুৎ সরবরাহ ছিল না।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, ঝড়ো হাওয়া আর শিলা বৃষ্টির পর বৈদ্যুতিক সরবরাহ না থাকায় দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটছে। শিলাবৃষ্টির শীলারছবি ফেসবুকে পোস্ট করে ঝিমি চাকমা নামে এক উন্নয়ন কর্মী ফেসবুকে লিখেছেন, দুনিয়া ঠাণ্ডা হলো কিন্তু ফসল নষ্ট হলো। জানতে চাইলে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর (ডিএই) রাঙামাটি কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, শিলা বৃষ্টি একসঙ্গে পুরো জেলায় হয়নি। যে সব এলাকায় শিলা বৃষ্টি হয়েছে সেখানে যদি পাঁকা ধান এখনো ফসলের মাঠে কর্তনযোগ্য থাকে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়া এখনো অন্যান্য ফসল তেমন মাঠে নেই। ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। তবে রাঙামাটিতে রোববার কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটি জানা যায়নি। রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণাগারে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবাড়ছে গরমজনিত রোগ হাসপাতালে রোগীর চাপ
পরবর্তী নিবন্ধদেশে নার্সের সংখ্যা কম, বৈষম্যেরও শিকার