রাঙামাটিতে ট্রাক উল্টে আরও এক শ্রমিকের মৃ ত্যু

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৬:৩৫ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া-বরইছড়ি (কাপ্তাই) সড়কে একটি ব্রিজের ওপর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চমেক হাসপাতালে মারা যাওয়া শ্রমিকের নাম মো. মঞ্জুরুল আলম (৩০)। রাঙামাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. করিম আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুরুল আলম নামে আরেকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মরদেহ রাঙামাটিতে আনার ব্যবস্থা করা হচ্ছে।’

এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া-বরইছড়ি (কাপ্তাই) সড়কের বগাপাড়া ব্রিজে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান দুজন।

নিহত অন্য দুজন হলেন- মো. আরিফ (২২) ও মো. সাব্বির। তারা তিনজনই রিজার্ভবাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হন ১৫ জন। আহত ১৫ জনের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রামে রেফার করা হয়।

গুরুতর আহত আরেকজনের মৃত্যু হওয়ায় এ ঘটনায় নিহত বেড়ে ৩; আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

পূর্ববর্তী নিবন্ধবিজিবির হাতে এক লাখ ইয়াবা নিয়ে কারবারি গ্রেফতার
পরবর্তী নিবন্ধচোরাইকৃত ২৩ ভ‌রি স্বর্ণসহ চট্টগ্রামে যুবক গ্রেফতার