রাঙামাটিতে ট্রাকের ধাক্কায় বাঁশখালীর যুবকের মৃ ত্যু

আজাদী অনলাইন | শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৩:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পার্বত্য জেলা রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর আব্দুল মজিদ (২৪) নামে এক হোটেল কর্মচারির মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহতের লাশ রাঙামাটি কতোয়ালী থানাধীন জেনারেল হাসপাতাল মর্গে আছে বলে জানিয়েছেন রাঙামাটি থানার কর্তব্যরত ডিউটি অফিসার।

শুক্রবার (১ মার্চ) দিবাগ রাত ১২টার দিকে রাঙামাটি জেলার কতোয়ালী থানাধীন রাঙামাটি প্রধান সড়কের হেফির মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে আব্দুল মজিদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আব্দুল মজিদ বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব-শীলকূপ ৯ নম্বর ওয়ার্ডের আশিঘর পাড়া এলাকার শামশুল আলমের পুত্র।

সে কয়েক বছর ধরে রাঙামাটি জেলায় একটি হোটেলে কাজ করতো।

রাঙামাটি সদর ভোজন বাড়ি রেস্তোরার মালিক শফিক আহমদ বলেন, আব্দুল মজিদ আমার হোটেলে কাজ করতো। গত একসপ্তাহ আগে সে অন্যত্র চলে যায়। আমি গতরাতে আব্দুল মজিদের সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফেসবুকে একটি পোস্ট দিই। যাতে তার মা-বাবার সন্ধান পাই।

নিহতের ছোট ভাই আব্দুল হামিদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি আমার ভাই রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় মারা যান। খবর পেয়ে আমরা রাঙামাটির উদ্যেশ্যে কতোয়ালী থানায় যাচ্ছি। গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারবো।

এ বিষয়ে রাঙামাটি কতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মজিদের লাশ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে আছে। নিহতের পরিবার আসলে তদন্ত সাপেক্ষে পরে আইনগত ব্যবস্থা নেওয়া গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর : কাল কক্সবাজারের বাড়িতে ১১টায় জানাযা
পরবর্তী নিবন্ধচবির ভর্তিযুদ্ধে প্রথম দিন অংশ নিল সাড়ে ৯৯ হাজার শিক্ষার্থী