রাঙামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যার খবর

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের রূপবান গ্রামে কমল বিকাশ চাকমা (৪৮) নামে পার্বত্য চট্টগ্রাম ‘জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে’ গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় রূপবান বাজারের একটি দোকানে ঢুকে সশস্ত্র একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। গুলিতে নিহত কমল বিকাশ চাকমা রাঙামাটি সদর উপজেলার ঢেবাছড়া গ্রামের জগন্নাথ চাকমা ছেলে। কমল বিকাশ চাকমা জনসংহতি সমিতির পক্ষে ওই এলাকায় চাঁদা সংগ্রহ করতেন। যদিও এ ঘটনায় জনসংহতি সমিতির (জেএসএস) বক্তব্য জানা যায়নি।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, বুধবার বিকেলে সুবলং এলাকায় পাহাড়ি দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে হতাহতের খবর শুনেছি। কিন্তু আইনশৃক্সখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে কারো লাশ কিংবা আহত কাউকে পায়নি। এ ব্যাপারে কোনো পক্ষ থেকে অভিযোগ বা মামলাও করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ছাত্রদলকর্মী ও বহিরাগতদের মারধরের শিকার কয়েকজন শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধসিআইডির প্রতিবেদনেও তাসফিয়ার আত্মহত্যার উল্লেখ, পরিবারের নারাজি