২০০১ সালে রাঙামাটিতে বোমা বিস্ফোরণের মামলায় জেএমবি সদস্য গালিবকে ১০ বছরের সাজা প্রদান করেছে রাঙামাটি আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালে রাঙামাটিতে বোমা বিস্ফোরণের ঘটনার মূলহোতা জেএমবি কয়েদী সাতক্ষীরার ইটাগাছা গ্রামের মো. তমিজ উদ্দিনের ছেলে মো. শামীম হোসেন গালিব ওরফে সাইফুল ইসলাম ওরফে গালিবকে ১০ বছরের সশ্রম দণ্ডাদেশ প্রদান করেছে রাঙামাটির আদালত। দণ্ডপ্রাপ্ত এই জেএমবি জঙ্গি ইতিমধ্যেই গত ১৫ বছর ধরে জেল হাজতেই অন্তরীণ রয়েছেন।
আজ সোমবার (১৫ মার্চ) দুপুরে রায় ঘোষণার সময় পুলিশী পাহারায় আসামী মো. শামীম হোসেন গালিব আদালতে সশরীরে উপস্থিত ছিলেন।
২০০১ সালে রাঙামাটি শহরের হোটেল ড্রীমল্যান্ডে জেএমবি কর্তৃক বোমা বিস্ফোরণের ঘটনায় জেএমবি সদস্য গালিবকে প্রদান আসামী করে রাঙামাটিতে বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছিল।
আজ সোমবার রাঙামাটির বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহেদ সাইফুল এলাহি’র আদালত আসামীর বিরুদ্ধে এই দণ্ডাদেশ প্রদান করে।
এদিকে পিপি এডভোকেট মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ২০০১ সালে রাঙামাটি শহরে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় একমাত্র আসামী গালিবের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদানের রায় ঘোষণা করে।
আসামী গালিব ইতিমধ্যেই ১৫ বছর ৬ মাসের মতো জেলেই কাটিয়েছেন বলে জানিয়েছেন এই মামলায় প্রথম দিকে দায়িত্বপালনকারি এডভোকেট মোখতার আহাম্মেদ।
নজীরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে আসামীকে সোমবার বেলা ১১টায় আদালতে হাজির করা হয়। দুপুরে রায় ঘোষণার পরপরই তাকে রাঙামাটির আদালত চত্ত্বর থেকে আবারো সামনে পেছনে পুলিশী পাহারায় চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।