রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেউসি’ উৎসব উদযাপিত

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৬:৩২ অপরাহ্ণ

রাঙামাটির গুর্খা সম্প্রদায়ের দিওয়ালী পূজা উপলক্ষে ২ দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভৈল-ঢেউসি’ উৎসব উদযাপিত হয়েছে।
দিওয়ালী পূজা উপলক্ষে পার্বত্য অঞ্চলে বসববাসরত নেপালের বংশদ্ভুত গুর্খা সম্প্রদায়ের মানুষ সুদীর্ঘকাল ধরে উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব পালন করে আসছে।
উৎসবের প্রথম দিনকে ‘ভৈল’ ও দ্বিতীয় দিনকে বলা হয় ‘ঢেউসি’।
এই দুইদিন গুর্খা সম্প্রদায়ের নারী-পুরুষ কয়েকটি দলে বিভক্ত হয়ে সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় গিয়ে গান গেয়ে উপহার সংগ্রহ করে তারা।
দ্বিতীয় দিনে ভাইটিকা দেয়ার মধ্যদিয়ে শেষ হয় গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেউসি’ উৎসব।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে কুপিয়ে টুকরো করার হুমকি সিলেটের তরুণের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুহার