রাঙামাটিতে কোর্স ফর রোভার মেট সম্পন্ন

| বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটস রাঙামাটি জেলা রোভারের আয়োজনে ৪ দিনব্যাপী কোর্স ফর রোভার মেট গত ২৭ মে সম্পন্ন হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা রোভারের সহসভাপতি নাসরিন সুলতানার সভাপতিত্বে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মো. মোশারফ হোসেন খাঁন।

জেলা রোভারের কমিশনার মো. মুজিবুর রহমান বুলবুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কোর্স লিডার ও খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মো. দুলাল হোসেন, রাঙ্গামাটি জেলা রোভারের সম্পাদক মো. নুরুল আবছার, কোর্সের প্রশিক্ষক ও জেলা রোভারের যুগ্ম সম্পাদক মোহাম্মদ এনাম, প্রশিক্ষক পাইম্রাসিং মারমা, মো. রফিক প্রমুখ।

৪ দিনব্যাপী প্রশিক্ষণে স্কাউটিংয়ের মৌলিক বিষয়, স্কাউট আন্দোলনের ইতিহাস, হাইকিং,স্কাউট ওন, তাঁবুজলসাসহ বিভিন্ন বিষয়ের সেশনে প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। কোর্সে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, সাপোর্ট স্টাফসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড্যাব চট্টগ্রাম জেলা শাখার দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধরাজস্থলীতে পিকআপ খাদে পড়ে নিহত ১