রাঙামাটির লংগদু উপজেলায় ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জহিরুল ইসলামকে (২৭) চট্টগ্রাম পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আটক জহিরুল ইসলাম রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর রাঙ্গিপাড়া গ্রামের মো. রাজ্জাক আলীর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব–৭।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ বিকালে ভুক্তভোগী কিশোরী খাবার পানি আনতে পাহাড়ি ঝর্ণায় যায়। ফেরার পথে নির্জন স্থানে ওঁৎ পেতে থাকা একই গ্রামের মো. জহিরুল ইসলাম এবং তার সহযোগীরা তাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে ধর্ষকরা কিশোরীকে হুমকি দেন।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আদালতে আসামিদের বিরুদ্ধে নালিশ করলে আদালত বাদীর অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করতে লংগদু থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।