রাঙামাটিতে এসএসএসি পরীক্ষাকেন্দ্রে নকলে সহায়তা, ৩ শিক্ষক আটক

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ এপ্রিল, ২০২৫ at ১১:১৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে নকলে সহায়তা করার দায়ে ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সহায়তা দায়ে তাদের আটক করা হয়েছে।

আটকৃত শিক্ষকরা হলেন- বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপায়ন চাকমা (৪৩), মাচালং উচ্চ বিদ্যালয়ের সহকারীর শিক্ষক মিন্টু চাকমা (৪৫) ও বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুর আয়শা বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করার সময় তিন শিক্ষককে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।

সাজেক থানার ওসি কানন সরকার বলেন, তিন জন শিক্ষককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশিশুকে নিয়ে কক্সবাজারগামী ট্রেন থেকে মা-বাবার লাফ
পরবর্তী নিবন্ধহাটহাজারী পৌরসভায় জামায়াতের গণসংযোগ