রাঙামাটি জেলা শহরের আসামবস্তি নারিকেল বাগান এলাকা থেকে ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে বন বিভাগের লোকজন অজগরটি উদ্ধার করেন। পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের আসামবস্তি নারিকেল বাগান এলাকায় ‘বায়োডাইভার্সিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি’র সদস্যদের মাধ্যমে একটি অজগর জালে পেঁচিয়ে থাকার খবর পায় বন বিভাগ। পরে বন বিভাগের সদর রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. সুলতানুল আজিমের নেতৃত্বে বিশেষ টহল টিম অজগর উদ্ধার করে। উদ্ধার করা অজগরটি কালচে খয়েরী রঙের। ৮ ফুট দৈর্ঘ্য ও ওজন প্রায় ৮ কেজি। অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, সকালে নারিকেল বাগান এলাকা থেকে উদ্ধার করা অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। সরীসৃপ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ তৎপর রয়েছে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের নিরাপদস্থানে অবমুক্ত করা হয়েছে।