ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাঙামাটি পৌরবাসীর জন্য একেবারে নতুন। এবারই প্রথম ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। ইভিএম নিয়ে বিভ্রান্তি দূর করতে ও সহজীকরণের জন্য ভোটের আগে ভোটের ব্যবস্থা করছে রাঙামাটি নির্বাচন অফিস।
আগামী ১২ ফেব্রুয়ারি মক (অনুশীলনমূলক) ভোট অনুষ্ঠিত হবে রাঙামাটি পৌরসভার প্রতি কেন্দ্রে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব ভোটকেন্দ্রে এ আয়োজন করা হচ্ছে। এ পৌরসভায় মূল ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই অনুশীলন ভোটদানের মাধ্যমে ভোটারদের ইভিএম-এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। কীভাবে ইভিএমে ভোট দেওয়া যায়, তা শিখতে পারবেন ভোটাররা।
পৌরসভায় মোট ভোটকেন্দ্র ৩১টি। মোট ভোটার হচ্ছেন ৬২ হাজার ৯১৩ জন। এই পৌরসভায় মেয়র পদে ৫ জন ও সংরক্ষিতসহ কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার সবকটি ভোটকেন্দ্রে মক ভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের সচেতন ও ইভিএমে অভ্যস্ত করতে এই আয়োজন করা হয়েছে। এটি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার মতো যাতে ভোটের দিনে ভোটারদের কোনো ধরনের বেগ পেতে না হয়। মক ভোটের ইভিএমে কোনো প্রার্থী বা মার্কা উল্লেখ থাকবে না।”